স্বতন্ত্র প্রার্থীকে জরিমানার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

Passenger Voice    |    ০৪:৫৬ পিএম, ২০২৪-০১-০১


স্বতন্ত্র প্রার্থীকে জরিমানার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায়দেবিদ্বার থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের পক্ষে ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি উঠান বৈঠক আয়োজন করে তিন গ্রামের লোকজন। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়। উঠান বৈঠকে মাইক চালানোর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক মো. আবদুল আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার আদায়ের পর রশিদ লেখার সময় গোমতী বেঁড়িবাঁধ থেকে একটি ঢিল এসে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনের গ্লাসে পড়লে গ্লাস ফেটে যায়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট চলাকালে কে বা কারা ঢিল মেরে গাড়ির সামনের অংশ ভেঙে ফেলেন। যেহেতু এটি সরকারি সম্পত্তি তাই থানায় মামলা করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, রাতে একটি উঠান বৈঠকে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করার সময় কে বা কারা ঢিল মেরে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সরকারি সম্পত্তি নষ্ট করায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, মোবাইল কোর্ট চলাকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভাঙার ঘটনায় থানায় দেবিদ্বার পৌরসভার ভূমি অফিসের নায়েব মো. আলাউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন, ঘটনার তদন্ত চলছে।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা খন্দকার মু: মুশফিকুর রহমান জানান, এ বিষয়টি অবহিত আছি। পরে বিস্তারিত জানাব।